আশাশুনি ব্যুরো : আশাশুনিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা। অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসাবে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আলোচনা উপস্থাপন করেন, ইউএইচএফপিও ডাঃ উম্মে ফারহানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার অধিকারী। অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক ও হাসিবুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]