আশাশুনিতে নব-নির্বাচিত ইউপি সদস্য ও মহিলা সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১.৩০ টায় বিভাগীয় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এশপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার ১১ ইউনিয়নের ৯৯ জন সাধারণ সদস্য (মেম্বার) ও ৩৩ জন সংরক্ষিত সদস্য (মহিলা মেম্বার) গণের দু’টি গ্রæপে বিভক্ত করে শপথ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
লিখিত শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি জি,এম আল ফারুক, রিপোর্টাস ক্লাবের সেক্রেটারী আব্দুস সামাদ বাচ্চু সহ ১১ ইউপির চেয়ারম্যানবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]