জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’২০২৩ উপলক্ষ্যে ভ্যান শোভাযাত্রা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। ১৬ দিনের কর্মসূচীর আওতায় গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা (জি.এ.সি)’র অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন (এম.জে.এফ)’র সহযোগিতায় ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’-এ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম,এম আজিজুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শ্যামলী দাস প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী সালমা পারভীন সহ অন্যান্য কর্মীবৃন্দ। সভায় বক্তাগণ নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা ও নারী নির্যাতন বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা প্রশাসন সহ সকল নারী উন্নয়ন সংস্থার প্রতি উদাত্ব আহবান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]