জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি উপজেলার মধ্যম বড়দল শাপলা মহিলা উন্নয়ন সমবায় সমিতি কাজের স্বীকৃতি স্বরূপ নিবন্ধন লাভ করেছে। মঙ্গলবার উপজেলা সমবায় অধিদপ্তর তাদের নিবন্ধন সনদ প্রদান করে। রূপান্তর পিসিয়ার ওয়াশ প্রকল্পের আওতায় গঠিত ও পরিচালিত শাপলা মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিঃ মূলত পানি ব্যবসার উদ্যোক্তা দল।
ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় ডঊ-ডঊ মডেলের আওতায় এই সমবায় সমিতি (দলগুল) পরিচালিত হচ্ছে। ইন্সটিউশনাল এপ্রোচের প্রথম পদক্ষেপ হিসেবে শাপলা মহিলা উন্নয়ন সমিতি সমবায় সমিতির নিবন্ধন প্রাপ্ত হয়েছে। সমিতির কর্মকর্তাদের হাতে নিবন্ধন সনদ প্রদান করেন, উপজেলা সমবায় কার্যালয়ের সহবারী পরিদর্শক সন্নাসী মন্ডল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]