সাতক্ষীরায় পানিবন্দি অসহায় মানুষদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করেছে যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিম।
মঙ্গলবার (০৫ অক্টোবর) আশাশুনি উপজেলার পানিবন্দী প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে প্রায় ২ শতাধিক মানুষের স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
এতে চিকিৎসা সেবা দেন পল্লী চিকিৎসক মো. ফারুক হোসাইন।
স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন শরুব ইয়ুথ টিমের কার্যনির্বাহী পরিষদের সদস্য মেহেরাব হোসেন ইমন, ইয়াসিন রহমান, বাদশা ওয়ালিদ, স্বেচ্ছাসেবী রাশিদুল, সাইফুল্লাহ, গোলাম রসূল বাবু, জুবাইদা খাতুন, মহিউদ্দীন, সাবিনা খাতুন, শুভ, সুমন রাজ, মারুফ বিল্লাহ, রফিকুজ্জামান, মইনুল ইসলাম সহ আরও অনেকে।
ফ্রি মেডিকেল ক্যাম্প প্রসঙ্গে শরুবের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জান্নাতুল নাঈম বলেন, দীর্ঘ দেড় বছরের অধিক সময় ধরে প্রতাপনগরের মানুষ পানিবন্দি হয়ে আছে ফলে এই এলাকার মানুষ বিভিন্ন পানিবাহিত রোগসহ নানা রকম শারীরিক পীড়ায় ভুগছেন। তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে আমরা এ কর্মসূচির আয়জোন করছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]