পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গায় পিতা পুত্রের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, কলস মাথায় রেখে তিন গুটি, হাড়িভাঙ্গা ও রশি টানা খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ জুলাই) বিকালে উজির আলী স্মৃতি যুবসংঘের আয়োজনে গোয়ালডাঙ্গা ফুটবল খেলা মাঠে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়। আব্দুল আজিজ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়দল ইউপির চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা।
মৌসম্রাট মুক্তিযোদ্ধা মুনতাজ মাস্টার, শামসুর রহমান সরদার, সংরক্ষিত আসনের মহিলা সদস্য হাফিজা খাতুন তমা, সমাজ সেবক আল মাহমুদ টিক্কা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আব্দুস ছামাদ সরদার ও গফুর সরদার। মহব্বত সরদার ও মিজানুর সরদার এবং আশাশুনি সদরের আরিফুল ইসলামের একটি টিম সহ মোট তিনটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ লাঠি খেলা দেখতে হাজার হাজার নারী-পুরুষ সমবেত হন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]