জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে প্রতিবন্ধী শিশু এবং যুবকদের স্বাস্থ্য অধিগম্যতা বিষয়েস্থানীয় পর্যায়ে পরিসেবা প্রদানকারীদের সাথে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) সকালে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আইডিয়ালের আয়োজনে ও লিলিয়েন ফন্ডস এর অর্থায়নে এডভোকেসী সভায় সভাপতিত্ব করেন আইডিয়ালের পরিচালক ডাঃ নজরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মিনাক কুমার বিশ্বাস, ডাঃ মোঃ আমিনুল কবির, ডাঃ আশিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, সেক্রেটারী এসকে হাসান, স্বাস্থ্য সহকারী মোক্তারুজ্জামান স্বপন, বজলুর রহমান বাবু, রমেশ কুমার।
বারশিক এনজিও’র আসাদুল ইসলাম সহ স্বাস্থ্য সহকারীবৃন্দ। সভায় আইডিয়ালের কর্মকর্তা সুব্রত বিশ্বাস মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্প উপস্থাপন করেন। সভায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের কোচিং ফি প্রদান, উপকরণ বিতরণ, বিনা মূল্যে লোন প্রদান এবং ফিজিও থেরাপীর ব্যবস্থা, বিভিন্ন গ্রæপ গঠন, এছাড়া আয় বৃদ্ধিমূলক তহবিল সংগ্রহ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]