জিএম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল’র চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের সফলতা বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় আশাশুনি উপজেলা পরিষদের হলরুমে লিলিয়ানা ফন্ডস নেদারল্যান্ডস এর অর্থায়নে সেন্টার ফর ডিসএ্যাবল ইনডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় এবং আইডিয়াল এর বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
আাইডিয়াল সংস্থার পরিচালক কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী।
প্রকল্পের সুপারভাইজার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, মেডিকেল অফিসার মিনাক কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, সহকারি শিক্ষা অফিসার গৌরাঙ্গ গাইন, সমাজসেবা’র ফিল্ড সুপারভাইজার শাহীনুজ্জামান, প্রশিক্ষক শারমিন চৌধুরী, বাংলাদেশ কৃষিব্যাংক আশাশুনি শাখার ব্যাবস্থাপক, রাম প্রসাদ বিশ্বাস, অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্তী, এ্যাডভোকেট গোলাম গনি দুদু, প্রদর্শক ইয়াহিয়া ইকবাল, এনজিও মৌমাছি’র নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম এবং প্রকল্পের উপকারভোগী ও তাদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সহযোগিতা পেয়ে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সফলতা অর্জন করেছে এমন ১০ জন প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবার সে গল্প শোনায়। সভা শেষে প্রকল্পের ৭০ জন প্রতিবন্ধী শিশুর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
বিতরণকৃত উপকরণের মাঝে ৬ জন উপকারভোগীকে পাওয়ার গ্লাস (চশমা), ১ জনকে হেয়ারিং এইড, ৮ জনকে বড় অক্ষরের বই এবং ৫৫জনকে (স্কুলব্যাগ ১টি, ছাতা ১টি, খাতা ৬টি, কলম ১২টি, পেন্সিল ২টি, রাবার ১টি, কার্টার ১টি, স্কেল ১টি, ১টি জ্যামিতি বক্স এবং পেন্সিল বক্স ১টি করে) প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]