আশাশুনিতে ১৭ই মে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
বুধবার আশাশুনি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের হল রুমে ইউপি চেয়ারম্যান এস.এম হোসেনুজ্জামান হোসেনের সভাপতিত্বে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এস,এম আসাদুল ইসলাম।
উপজেলা মৎস্যজীবি লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আমিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স,ম সেলিম রেজা সেলিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ মহিতুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এস,এম সাহেব আলী, সাবেক ছাত্রলীগ ও শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন ইসলাম, উপজেলা তরুনলীগের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, সাবেক কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান, আশরাফুজ্জামান তাজ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল, সিরাজুল ইসলাম, মারুফা আক্তার প্রমুখ।
সভাপতির বক্তব্যে এস.এম হোসেনুজ্জামান হোসেন বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আজকের এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের এই দিনে দেশের মাটিতে পা রাখেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর এই দিনে প্রথমবারের মতো মাতৃভূমিতে ফেরেন শেখ হাসিনা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]