আশাশুনির মিত্র তেঁতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আবু ছাদেকের বাড়ির তালা ভেঙে স্বর্ণালংকারসহ ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে প্রধান শিক্ষকের নিজস্ব বাসভবনে।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দুপুরে বাড়িতে তালা লাগিয়ে আবু ছাদেক সস্ত্রীক সাতক্ষীরা যান। রাত সাড়ে ৮টা নাগাদ শিক্ষকের মা তাকে ফোন করে জানান তার বাসায় চুরি হয়েছে। খবর পেয়ে তিনি বাড়ি ফিরে দেখেন তার ঘরের বিভিন্ন বাক্স ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান বস্ত্রাদি চুরি করে নিয়ে গেছে। সংঘবদ্ধ চোরেরা দুপুর থেকে রাত ৮টার ভেতরে কোন এক সময় দুঃসাহসিক এ চুরি করেছে। চোরাই মালামাল উদ্ধারের জন্য ঘটনা উল্লেখ করে ওই শিক্ষক নিজে বাদী হয়ে অজ্ঞাতানামা ব্যক্তিদের আসামী করে আশাশুনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ গোলাম কবির জানান, চুরির অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]