জি এম আল ফারুক, আশাশুনি: "প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে" আশাশুনিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সংলগ্ন মাঠে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপ পরিচালক ডাঃ এবিএম জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহবুবুর রহমান।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুজ্জামান।
একাডেমি সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, ভেটেরিনারী মাঠ সহকারি আফাজ উদ্দিন, প্রাণিসম্পদ উপসহকারী কর্মকর্তা নুরুজ্জামান হোসেন প্রমুখ। উল্লেখ্য মেলায় বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, হাঁস, মুরগি, পাখিসহ ঔষধ ও খাদ্যের ৩০ টি স্টল বসানো হয়েছে। অনুষ্ঠান শেষে স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]