আশাশুনিতে ঘুর্ণিঝড় মোখা মোকাবেলায় বিষয়ক প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯ টায় আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চত্বরে মহড়ার আয়োজন করা হয়।
ফায়ার স্টেশন কর্মকর্তা আবুল কালাম মোড়ল মহড়া নেতৃত্বে সতর্কতামূলক বিশেষ মহড়া পরিচালনা কালে ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার ইমরান সেখ শিমুলের সঞ্চালনায় স্টেশনের কর্মকর্তাসহ স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
স্টেশন কর্মকর্তা তার বক্তব্যে বলেন, ওয়াটার রেসকিউ টিম, সার্স টিম ও ফাস্ট এইড টিম গঠন এবং তাদের দায়িত্ব অর্পন করেছি। ঘূর্ণিঝড় 'মোখা'র পূর্ব প্রস্তুতি হিসেবে আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশন কর্তৃক স্থানীয় মানুষদের নিয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।
টিমটি প্রয়োজন অনুযায়ী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিমের সাথে ঘূর্ণিঝড় 'মোখা'র উদ্ধার কাজে অংশ গ্রহণ করবে। ফায়ার সার্ভিস সর্বসময় মানুষের সহযোগিতা দিয়ে যাবে। কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে মোবাইল ০১৩১৩৪২৫৯২০ -এ যোগাযোগ করতে তিনি আহবান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]