আশাশুনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
১৭ মার্চ উপজেলা প্রশাসন ও সকল ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রশাসন দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, শিশু কিশোরদের নিয়ে জন্মদিনের কেক কাটা এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এসি (ল্যান্ড) শাহীন সুলতানা, ওসি মমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন।
বড়দল ইউনিয়ন পরিষদ ঃ বড়দল ইউনিয়ন পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম দিবসও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বিকালে নবনির্মীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল উন্মোচন করা হয়। উন্মোচন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় আশাশুনি থানার ওসি মমিনুল ইসলাম, অধ্যক্ষ ড. শিহাব উদ্দীন, ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা।
আশাশুনি সরকারি কলেজ ঃ অন্যান্য কর্মসূচির পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা করা হয়। অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক মাহমুদুল ইসলাম। অনুষ্ঠানে সকল বিভাগীয় প্রধান ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, উদডাপন কমিটির আহবায়ক অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক সোহেল উদ্দীন।
ক্যাপশান-আশাশুনির বড়দলে সন্ধ্যায় আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা আ’লীগের সভাপতি মোস্তাকিম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]