আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্ণামেন্ট এর উপজেলা পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ জুলাই) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে।
উদ্বোধনী দিনে ৬টি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বঙ্গবন্ধু ফুটবলে (বালক) শোভনালী ইউনিয়ন চ্যাম্পিয়ন দল ৩-০ গোলের ব্যবধানে কুল্যা ইউনিয়ন চ্যাম্পিয়ন দলকে পরাজিত করে। ২য় খেলায় দরগাহপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন দল ৩-১ গোলের ব্যবধানে শ্রীউলা ইউনিয়ন দলকে পরাজিত করে এবং ৩য় খেলায় আনুলিয়া ইউনিয়ন দল ১-০ গোলে আশাশুনি ইউনিয়ন দলকে পরাজিত করে।
বঙ্গমাতা ফুটবলে (বালিকা) ১ম খেলায় আশাশুনি ইউনিয়ন দল ৪-৩ গোলে বুধহাটা ইউনিয়ন দলকে পরাজিত করে। ২য় খেলায় কাদাকাটি ইউনিয়ন দল ৩-২ গোলে খাজরা ইউনিয়ন দলকে পরাজিত করে। ৩য় খেলায় প্রতাপনগর ইউনিয়ন দল ৩-০ গোলের ব্যবধানে বড়দল ইউনিয়ন দলকে পরাজিত করে।
সকালে খেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আঃ রকিব, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, শাহজাহান আলী, সোহাগ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী সেলিম রেজা সেলিম উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন আকবর হোসেন, রফিকুল ইসলাম, আজিজুল হক, ওমর ফারুক, দীঙাকর সরকার, মঙ্গল চন্দ্র সরকার, এনামুল হক।
রেফারীদের তত্বাবধানে ছিলেন, আনিছুর রহমান। ধারাভাষ্যে ছিলেন, বিধান চন্দ্র মন্ডল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]