আশাশুনি ব্যুরো : আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ ১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্ব›িদ্বতাপূর্ন ফাইনালে বড়দল ইউনিয়ন ফুটবল দল ১-০ গোলের ব্যবধানে দরগাহপুর ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। প্রদান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, সহকারী প্রশাসনিক কর্মকর্তা একেএম মাহবুবুল হক, সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা, সমাজ সেবক শেখ মতলুবর রহমান, খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম ফিরোজ, আশাশুনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, দরগাহপুর প্রেসক্লাবের সভাপতি শেখ হিজবুল্লাহ, ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান মুকুল, শ্রাবন্তী বৈরাগী, সত্য রঞ্জন বৈরাগী ও ফারুক হোসেন আঙ্গুর প্রমুখ। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বড়দল টিমের রিপন। রেফারি ছিলেন আব্দুল গফফার। সহকারী রেফারী আনিসুর রহমান, এজে আসাদ কানন ও শামু চৌধুরী। খেলা শেষে প্রধান অতিথি ইউএনও কৃষ্ণা রায় অতিথিদের সাথে নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স আপ ট্রফি ও শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার বিতরণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]