সাতক্ষীরার আশাশুনিতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
বঙ্গমাতা (বালিকা) রেফারী ফারুক হোসেন, গিয়াস উদ্দীন ও শাহিনুর রহমানের পরিচালনায় পূর্ব কামালকাটি প্রাথমিক বিদ্যালয় বনাব যদুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। খেলায় পূর্ব কামালকাটি ২-০ গোলে যদুয়ারডাঙ্গা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় শ্রেষ্ঠ গোলদাতা ও শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পূর্ব কামালকাটি দলের পাপিয়া খাতুন।
এদিকে বঙ্গবন্ধু (বালক) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফিফা রেফারী আকবর আলী, গিয়াস উদ্দীন ও শাহিনুর ইসলামের পরিচালনায় বুধহাটা পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় বনাম জামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়।
খেলায় বুধহাটা পূর্বপাড়া দল ১-০ গোলে জামালনগরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় শ্রেষ্ঠ গোলদাতা ও শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছে বুধহাটা দলের ইসমাইল হোসেন।
খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মু. মমিনুর ইসলাম মমিন পিপিএম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরন চক্রবর্তী, নির্বাচন অফিসার মু. কামরুজ্জামান শিকদার, রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, জগদীশ চন্দ্র সানা, প্রভাষক মাহবুবুল হক ডাবলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]