সাতক্ষীরায় বন্যাকবলিত দুস্থপরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ব্রাইটেন বাংলাদেশ।
ঘুর্ণিঝড় আম্ফান পরবর্তী সময়ে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় বন্যা হবার কারনে দীর্ঘ তিন-চার মাস যাবৎ এই অঞ্চলের মানুষ মানবেতর জীবনযাপন করছে। এমতাবস্থায় ২৫শে সেপ্টেম্বর, শুক্রবার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া গ্রামের বন্যাকবলিত ৩০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন "ব্রাইটেন বাংলাদেশ"।
খাদ্য তালিকায় এক সপ্তাহের খাদ্য সামগ্রী হিসেবে শুকনা খাবার চিড়া,মুড়ি,গুড়,বিস্কুট ছিলো।এছাড়াও খাবার স্যালাইন সরবরাহ করা হয়।
উক্ত কার্যক্রম শেষে চেয়ারম্যান আবু হেনা সাকিল বলেন, এই দূর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্রাইটেন বাংলাদেশসহ এর সাথে যুক্ত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সকলের সাফল্য কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবু হেনা সাকিল, স্থানীয় ওয়ার্ড মেম্বার, ব্রাইটেন বাংলাদেশের প্রতিনিধিগণ প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]