জিএম আল ফারুক আশাশুনি: আশাশুনিতে বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার প্রত্যুষে থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল অফিস, প্রতিষ্ঠান, দোকান-পাট, সরকারি-বেসরকারি ভবন, বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮টায় শহীদ স্মৃতিসৌধে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও ইউএনও রনি আলম নূরের নেতৃত্বে অন্যদের উপস্থিতিতে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের নেতৃত্বে উপজেলা প্রশাসন, অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিত কুমার অধিকারীর নেতৃত্বে থানা পুলিশ, অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজ, উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডলের নেতৃত্বে উপজেলা আ’লীগ, ইউএনও ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, আশাশুনি প্রেসক্লাবের
সভাপতি জিএম আল ফারুক ও সেক্রেটারী এসকে হাসানের নেতৃত্বে আশাশুনি প্রেসক্লাব পুস্পস্তবক অর্পন করেন।
এছাড়া আ’লীগের অঙ্গ সহযোগি সংগঠন, অফিসার্স ক্লাব, আশাশুনি মহিলা কলেজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন অফিসার আজিজুল হকের সঞ্চালনায় ৯টায় আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করা হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]