আশাশুনিতে বাংলাদেশ’র সুবর্ণজয়ন্তী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কাবাডী টুর্ণামেন্ট এর সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ১ম সেমিতে বুধহাটা জোন দল ৫৪-২১ পয়েন্টের ব্যবধানে প্রতাপনগর জোন দলকে পরাজিত করে ফাইনালে ওঠে।
২য় সেমিতে আশাশুনি সদর জোন দল ৩৫-১৭ পয়েন্টের ব্যবধানে বড়দল জোন দলকে পরাজিত করে ফাইনালে উঠতে সক্ষম হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলতানা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান।
খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান, আছাদুল হক, উত্তম কুমার মন্ডল, অরুন কুমার সানা, নিলকোমল মন্ডল, মনিরুজ্জামান খান, আরিফ বিল্লাহ, উত্তম কুমার মন্ডল, নূরুল হুদা, আলমগীর কবির।
১৬ ডিসেম্বর একই মাঠে ফাইনাল খেলায় বুধহাটা জোন ও আশাশুনি জোন দল মুখোমুখি হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]