জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ মাছ ধরা জাল জব্দ ও আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে এ অপারেশন পরিচালনা করা হয়। আশাশুনি উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে "বিশেষ কম্বিং অপারেশন-২০২৪" বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার খোলপেটুয়া নদীতে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
অপারেশন পরিচালনা কালে নদী হতে অবৈধ ১ টি বেহুন্দী জাল ও ৪ টি মশারী জাল আটক করা হয়। পরে আটককৃত জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকরবতা সত্যজিৎ মজুমদার। এসময় নৌবাহিনর কর্মকর্তা ও মৎস্য দপ্তরের সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]