জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস’২৪ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক পরিদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’’ এই প্রতিপাদ্য বিষয়ের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলম নূরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক তুষার কান্তি রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিক, অফিস সহকারী ইমরান হোসাইন, আশাশুনি বাজার ব্যবসায়ী আব্দুল মান্নান সরদার, কামরুল ইসলাম, স্বপন কুমারসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ।
সভায় ভোক্তা অধিকার কি, আইনের উদ্দেশ্য, আইন বাস্তবায়নের দায়িত্ব, ভোক্তা অধিকার বিরোধী কার্য, অপরাধ ও দন্ডনীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা সহ ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]