জি এম আল ফারুক, (আশাশুনি): আশাশুনি উপজেলার সদরের শীতলপুর গ্রামে পাউবো’র বেড়ী বাধ ছিদ্র করে ভিতরে লবণ পানি উঠানোয় জন দুর্ভোগ, গাছপালা মরার উপক্রমের অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। শীতলপুর গ্রামের সোয়েব আলী গাজীসহ একাধিক ব্যক্তি ও শ্রীউলা উত্তর পাড়া জামে মসজিদের মুসল্লিরা জানান, শ্রীউলা গ্রামের লুৎফর রহমান শীতলপুর মৌজায় নদীর চরে মাছ চাষ করে থাকেন।
ঘেরের পাশে পানি উন্নয়ন বোর্ডে বেড়ী বাঁধে ছিদ্র করে ঘেরের লোনা পানি কান্ট্রি সাইডের পুকুরে ঢোকানো হচ্ছে। পুকুর থেকে পানি পাশের পুকুর ও অন্যান্য স্থানে চুইয়ে চুইয়ে যাচ্ছে। এতে মসজিদের মুসল্লিরা পুকুরে অজু করতে কষ্ট পাচ্ছেন। পুকুরের মিষ্টি পানির মাছ মারা যাচ্ছে, গাছ গাছালী মরার উপক্রম হয়েছে বা মারা যাচ্ছে।
এলাকাবাসীর দাবী বিষয়টি তদন্ত পূর্বক ভেড়ী বাঁধ ছিদ্র করে ভিতরে পানি উঠানোর ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন, পানি উঠানো বন্ধ করা এবং মানুষের কষ্ট ও গাছগাছালি মরার হাত থেকে রক্ষা করতে জোর দাবী জানান হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]