জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুন) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে “স্মার্ট ভূমি সেবায়, স্মার্ট নাগরিক” এই স্লোগানকে সামনে রেখে শুরুতে লাল ফিতা কেটে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়্মীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি (অতিরিক্ত দায়িত্ব) কৃষ্ণা রায় এর সভাপতিত্বে ও সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম। অনুষ্ঠানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ভূমি অফিসের প্রধান সহকারি মোহাম্মদ ওবায়দুল হক।
নাজির কাম ক্যাশিয়ার মোঃ শাহিনুর রহমান, অফিস সহকারি মোঃ মোস্তাফিজুর রহমান, সার্ভেয়ার তারেক রহমান, বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত এক সপ্তাহ উপজেলা ভূমি অফিসসহ উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসে স্মার্ট ভূমি সেবা-ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান (পর্চা), জমির ম্যাপ, ভূমি বিষয়ক পরামর্শ, ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহনসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]