স্টাফ রিপোর্টার: আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজহারুল ইসলাম মন্টু। বুধবার বিকালে ফকরাবাদ দুর্গা মন্দিরের মাঠে এই মতবিনিময়ের সভা অনুষ্ঠিত হয়।
মন্দিরের সভাপতি দেবেন্দ্রনাথ দে এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসকন মন্দিরের অধ্যক্ষ পরম পুরুষ কৃষ্ণ দাস ব্রহ্মচারী, প্রশান্ত নন্দী, প্রসাদ কান্তি হালদার, স্বপন দেবনাথ, তুষার কান্তি ব্যানার্জি, দেবন্দরনাথ, ইউপি সদস্য ফারুক হোসেন আঙ্গুর সহ এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের শতাধিক পুরুষ মহিলা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি নেতা আজারুল ইসলাম মন্টু বলেন, এদেশে কেউ সংখ্যালঘু নয় সকলে আমরা একসঙ্গে কাঁদে কাঁধ মিলিয়ে চলতে চাই। বড়দল ইউনিয়নে কোথাও কোন সমস্যা হলে সাথে সাথে সংবাদ দেওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, ভাঙচুর কারীরা কোন দলের নয় তাদেরকে শক্ত হতে দমন করা হবে। সকল সম্প্রদায়ের মানুষ একসাথে চলতে চাই।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]