আশাশুনিতে মহিলাদের সক্ষমতা বৃদ্ধি মূলক প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় আশাশুনি উপজেলা পরিষদ হলরুমে ওয়াল্ট হাঙ্গার হিল্প এর অর্থায়নে এবং এনজিও উত্তরণ’র বাস্তবায়নে বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি পরিষেবা ব্যবস্থার মাধ্যমে মহিলাদের সক্ষমতা বৃদ্ধি পকল্পের অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। প্রকল্প ব্যবস্থাপক ইমদাদুল হক ইমদাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, এস.এম হোসেনুজ্জামান হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম আজিজুল হক, ডবøুএইচএইচ’র প্রতিনিধি জিয়াউল হক, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস,এম আহসান হাবিব, প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি জি.এম মুজিবুর রহমান, মহিলা কলেজ পরিদর্শক ইয়াহিয়া ইকবালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও প্রকল্পের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা প্রতিনিধিবৃন্দ।
প্রকল্পের এডমিন রিয়াজ আহমেদ রাজ এর উপস্থাপনায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। উল্লেখ্য, ২ কোটি ৩০ লক্ষ ১০ হাজার ব্যয় বরাদ্দে প্রকল্পটির মেয়াদ এপ্রিল’২৩ থেকে ডিসেম্বর’২৩ পর্যন্ত। প্রকল্পটি থেকে ৮ টি গভীর নলকুপ, ৮ টি কমিউনিটি টয়লেট, ২৫০০ জন উপকারভোগী কে হাইজিন কিট, বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন, ঋতুকালীম নিরাপদ স্বাস্থ্যবিধি ও বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে ধারনা প্রদান করা হবে বলে জানান হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]