জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি পরিষেবা ব্যবস্থার মাধ্যমে মহিলাদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রকল্পের এগনেজমেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টায় আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দাতা সংস্থা শেয়ার (ঝঐঅজঊ) এর অর্থায়নে ডবিøউএইচএইচ এর সহোযোগিতায় উত্তরণ (বিশুদ্ধ 'পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি পরিষেবা ব্যবস্থার মাধ্যমে মহিলাদের সক্ষমতা বৃদ্ধিমুলক) প্রকল্পের অধিনে এনগেজম্টে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এনামুল ইসলাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, ভেটিরিনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম,
যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব আজিজুল হক, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমানসহ শিক্ষকমন্ডরী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ প্রমুখ। কর্মশালায় প্রকল্পের কার্যক্রম সমুহের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন, প্রজেক্ট ম্যানেজার এমদাদুল হক। এছাড়া প্রকল্পের স্টাফ বৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রকল্পের কার্যক্রমে বিভিন্ন স্টেকহোলডারদের সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]