আশাশুনি উপজেলার শোভনালী গ্রামে গলায় রশি দিয়ে ফাঁস আটকে আব্দুর রহমান (২০) নামে এক যুবক আত্মহত্যাকরেছে।
শনিবার (৮ মে) ভোর ৫ টার দিকে ঘরের আড়ার সাথে তাকে ঝুলতে দেখে মুত্যুর খবর জানাযায়। আব্দুর রহমানশোভনালী পশ্চিম পাড়া গ্রামের মৃত রেজাউল সরদারের পুত্র।
মৃত্যু আঃ রহমানের স্ত্রী সোনিয়া সহ এলাকার অনেকে জানান, দীর্ঘদিন থেকে তিনি মাথার যন্ত্রণাসহ মাঝে মধ্যে মস্তিষ্ক বিকৃত রোগে ভুগছিলেন।
শুক্রবার রাতের খাবার খেয়ে স্ত্রীসহ তিনি ঘুমিয়ে পড়েন। শনিবার ভোরে ঘুম থেকে উঠে তাকে অনেক খোঁজাখুজির পরে পাশের ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখাযায়। স্ত্রীর চিৎকারে পরিবারের অন্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মো. গোলাম কবীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান,সে মস্তিষ্ক সমস্যায় ভুগছিলেন, আইনিপ্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]