আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির শেয়ারিং ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় আশাশুনি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির শেয়ারিং ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সুইজারল্যান্ড অ্যাম্বাসিডরের সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলার বাস্তবায়নে সভায় বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি স,ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, শিক্ষক মুস্তাহিদুর রহমান, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী সুবল ঘোষ টুটুল, জেলা প্রোগ্রাম অফিসার সীমা বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ চন্দ্র মন্ডল সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম কর্মকৌশল ও প্রত্যাশিত ফলাফল সহ আশ্বাস প্রকল্পের পরিচিতি ও "প্রেরণার আলোক শিখা" নামক প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
এছাড়াও মানব পাচার প্রতিরোধে কমিটির সক্রিয় কার্যক্রম, কমিটির পরিচিতি গঠন এবং মানব পাচারের সারভাইভারদের জন্য সেবার সুযোগ চিহ্নিতকরণ ও সম্পৃক্তকরণের গুরুত্ব কৌশল নির্ধারণ সহ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]