সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার না কমায় চলমান লকডাউন আরো এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। জেলাব্যাপী লকডাউন ঘোষনার ফলে আশাশুনিতে লকডাউনের সপ্তম দিনে অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবিরের নেতৃত্বে পুলিশী তল্লাশী অব্যহত রয়েছে।
শুক্রবার (১১ জুন) সকাল থেকে উপজেলার বুধহাটা বাজার, কুল্যার মোড়,বড়দল ব্রীজ, কালীবাড়ী বাজার,বাঁকা বাজারসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আশাশুনি উপজেলায় প্রবেশ পথে চেকপোষ্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় বাঁশ ও চেয়ার টেবিল ফেলে যানবাহনও মানুষ চলাচলে বাঁধা দেয়া হয়। তবে বিশেষ জরুরি পরিসেবা এর আওতা মুক্ত ছিল।
এসময় অফিসার ইনচাজ মোঃ গোলাম কবির সবাইকে সরকারী নির্দেশনা বাস্তবায়নে সতর্ক হওয়ার নির্দেশনা প্রদান করেন এবং কাজ ছাড়া বিনা প্রয়োজনে বাইরে না আসার আহবান জানান। যদি কেউ বিনা প্রয়োজনে বাড়ির বাইরে আসেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। এসময় তিনি লকডাউন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় আশাশুনি থানার ওসি (তদন্ত) মাহফুজুর রহমান, এসআই জুয়েল রানা, এসআই গাজী নূর নবী,বুধহাটা বাজার বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদ,সাধারণ সম্পদিক ফারুক হোসেন ঢালীসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]