আশাশুনিতে লাইসেন্স ফিরে পেলেন প্রবীন দলিল লেখক তারাপদ মন্ডল। ১৯৮০ সাল থেকে তিনি সততার সাথে দলিল লেখার কাজে নিয়োজিত রয়েছেন।
৮/৫/১৮ তারিখে ডি.আর ৭৬৪নং স্মারকে তার লাইসেন্স বাতিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে তারাপদ মন্ডল বাদী হয়ে সাতক্ষীরা যুগ্ম-জেলা জজ ২য় আদালতে ৪৩/২০১৮নং দেওয়ানী মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী অন্তে ৩১/০৩/২০২১ তারিখে রায় ও ডিক্রী প্রাপ্ত হন। আদালত দলিল লেখক হিসাবে তারাপদ মন্ডলের নামীয় ৪৮/১৯৮০নং দলিল লেখকের লাইসেন্স বহাল আছে মর্মে যুগ্ম জেলা জজ ঘোষণা করেন এবং ৭৬৪নং স্মারকে ৮/৪/১৮নং পত্রটি বেআইনী এবং বাদী পক্ষের উপর বাধ্যকর নহে মর্মে ঘোষিত হয়।
এব্যাপারে আশাশুনি উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সানা জানান, তার লাইসেন্সটি রিনু হওয়ার পরেও দলিল মুসাবিদা করতে না দেওয়া আইনের পরিপন্থী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]