আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, এসআই মোঃ মুহিত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. হান্নান, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, ভেটেরিনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আরডিও আবু বিল্লাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার আঃ রকিব, ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডল, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ, উপজেলা প্রকৌশলী, আশাশুনি প্রেস ক্লাব সভাপতি জি এম আল-ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এস কে হাসান, প্রভাষক মিজানুর রহমান, প্রধান শিক্ষক মোস্তাফিজু রহমান, শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতাযোগিতা ও আলোক সজ্জা, ১৬ ডিসেম্বর স্মৃতি সৌধে পুস্প স্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, ছাত্রছাত্রীদের সমাবেশ, ক্রীড়া অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ দোয়া ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাদ্য পরিবেশন, মহিলাদের ক্রীড়া ও আলোচনা সভা, ইউএনও একাদশ ও শিক্ষক-বীর মুক্তিযোদ্ধা-সাংবাদিক (শিক্ষক) দের প্রীতি ক্রিকেট প্রতিযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া ৭ ডিসেম্বর আশাশুনি মুক্ত দিবস উপলক্ষে বিজয় র্যালি, পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]