জিএম আল ফারুক আশাশুনিঃ আশাশুনি উপজেলা পরিষদের আয়োজনে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন বনাম আশাশুনি সরকারি কলেজ একাদশের ভিতর প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ ঃ আশাশুনিতে শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। বুধবার সকালে আশাশুনি হাফিজিয়া মাদ্রাসা হল রুমে এ জন্ম দিন পালন করা হয়।
আশাশুনি উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আয়োজনে আলোচনা সভায় সভাপত্বি করেন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি আবু রায়হায়ন সিদ্দিক মোহন বাবু। সাধারণ সম্পাদক এস,এম জাহিদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এস,এম হোসেনুজ্জামান হোসেন।
বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ নেতা আছাদুল ইসলাম, বদিউজ্জামান মন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম সাহেব আলী, শ্রমিকলীগ নেতা আলমগীর হোসেন, আ’লীগ নেতা হাবিবুর রহমান, ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান তাজ, শাহজালাল হিমেল, স্বেচ্ছাসেবকলীগ নেতা সালাহউদ্দীন, ছাত্রলীগ নেতা মিঠুন, শাহারুল, হাফিজুল ইসলাম, রইচ উদ্দীন, যুবরাজ প্রমুখ। আলোচনা সভা শেষে কুরআন খতম ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়। এছাড়া আশাশুনি সরকারি কলেজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি মহিলা কলেজ ও বড়দল কলেজিয়েট স্কুল সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]