আশাশুনিতে সেফটি ট্যাংকের মধ্যে আটকা পড়ে দুজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) বিকাল ৩টার দিকে কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন মহিষাডাঙ্গা গ্রামের নিমাই সরকারের পুত্র মিলন সরকার (২২) ও একই গ্রামের বসুদেব বিশ্বাসের পুত্র আশুতোষ বিশ্বাস (৪৫)।
এঘটনায় স্থানীয়রা জানান, মিলন সরকার ঐ বাড়িতে রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করতেন। সেখানে প্রায় ১০ দিন আগে একটি সেফটি ট্যাংকির ছাঁদ ঢালাই করা হয়। মিলন সরকার ঘটনার সময় সেফটি ট্যাংকির ঢাকনা খুলে ভেতরে ঢালাই এর বাঁশ ও খুঁটি খুলছিলেন।
এমন সময় তার ডাকচিৎকারে আশুতোষ বিশ্বাস ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি তাকে উদ্ধার করতে সেফটি ট্যাংকির ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে তিনিও উল্লেখিত ব্যক্তিদের দেখে চেঁচামেচি শুরু করে।
আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে ফায়ার সার্ভিসকে ঘবর দেয়। তারা এসে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।
উল্লেখ্য ঢালাইয়ের পর দীর্ঘ সময় সেফটি ট্যাংকির মুখ বন্ধ থাকার কারণে ভিতরে অক্সিজেন প্রবেশ করতে পারিনি যে কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে তারা জানান। এব্যাপারে আশাশুনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]