আশাশুনি স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমদ মানিক ও ভারপ্রাপ্ত সেক্রেটারী সাইফুল ইসলামকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুভেচ্ছা মিছিলটি গ্রামীণ টাওয়ার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গ্রামীণফোন টাওয়ার এলাকায় পথসভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক নুরে আলম সরোয়ার লিটন।
যুগ্ম-আহ্বায়ক স.ম আক্তারুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মশিউল হুদা তুহিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, যুগ্ম-আহ্বায়ক হাফিজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, এস,এম শিমুল হুসাইন, সদস্য গাজী ইনজামুল হক, তৌহিদুজ্জামান, আনোয়ার হোসেন, মহসীন আলী, টিটু, আব্দুর রউফ, ফরহাদ হোসেন লিটন, ইসরাফিল হোসেন, নাইম হোসেন পিটু, আলমগীর হোসেন, আবু সাদেক, আহসান, সবুজ সরদার সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com