সাতক্ষীরার আশাশুনিতে যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ঋণের চেক বিতরণ করা হয়।
যুব ও নারীদের আত্মকর্ম সংস্থানের লক্ষ্যে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৯ জন যুব ও নারীকে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক।
মৎস্য চাষ, হাঁসমুরগি পালন, গাভী পালন, কবুতর ও কোয়েল পাখি পালন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত ১৯ যুব ও নারীকে সর্বমোট ৭ লক্ষ ৯০ হাজার টাকা ঋণের চেক প্রদান করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ নাজমুল হক উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]