আশাশুনি প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে আশাশুনিতে ২৮ হাজার ৫৭৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দেশ ব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসাবে আশাশুনির সকল ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ক্যাম্প পরিচালনা করা হয়।
উপজেলার ২৬৫টি কেন্দ্রে একযোগে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
৫৩০ জন স্বেচ্ছাসেবক, ৩৮জন সিএইচসিপি, ৩৩জন এইচএ, ১১ জন এএইচআই, ৮জন এফডব্লিউভি, ৫ জন সাকমো, ১১ জন এফপিআই কার্যক্রম পরিচালনা করেন।
উপজেলার ৩ হাজার ৩২৬ শিশুকে নীল ভিটামিন খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ছিল, অর্জিত হয়েছে ৩ হাজার ১৫৪ শিশুকে। যার শতকরা হার ৯৫%। লাল ভিটামিনের টার্গেট ছিল ২৬ হাজার ৪৪০ শিশুর; অর্জিত হয়েছে ২৫ হাজার ২৫৩ জন। শতকরা হার ৯৫.৬০%।
সকালে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ. মিজানুল হক।
ইউএইচএফপিও এবং বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন কেন্দ্রে কার্যক্রম পরিদর্শন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]