আশাশুনিতে ৮ম শ্রেনির ছাত্রীকে অপহরন করা হয়েছে। ঘটনাটি ঘটছে বহস্পতিবার রাত আশাশুনি উপজলার বড়দল গ্রাম। এ ব্যাপার স্কুল ছাত্রীর পিতা মনিরুল ইসলাম বাদী হয় ৪জনক আসামী করে শুত্রবার আশাশুনি থানায় একটি এজাহার দায়রে করেছেন।
এজাহার প্রকাশ উত্তর বড়দল গ্রামর মনিরুল ইসলামর কন্যা বড়দল কলজিয়ট স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী মিনারা স্কুল যাতায়াতর পথ একই গ্রামর নুর ইসলাম সরদারর পুত্র ইয়াছিন সরদার প্রায়ই উক্ত্যক্ত করত। মনিরুলর বড় কন্যা ডলিভারীর জন্য সাতক্ষীরা ফারজানা ক্লিনিক ভর্তি হওয়ার সুযোগ বহস্পতিবার ভার ৬টার দিক স্কুল ছাত্রী মিনারাক ডক রাস্তায় নিয়ে আসে। এ সময় মিনিরার মুখ সাদা কাপড় দিয় পাজাকালা কর মাটর সাইকেল তুলে ঘটনাস্থল ত্যাগ করার আগে মিনারার ডাক চিৎকার আসামীরা দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপার মিনারার পিতা বাদী হয়ে ইয়াছিন সরদারক ১নং আসামী করে ৪জনের নাম উল্লখ পূর্বক আশাশুনি থানায় একটি এজাহার দায়ের করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]