
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় ৩ লক্ষ টাকার শহীদ জিয়া স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকাল ৪টায় রাজাপুর মধ্যম একসরা যুব সংঘের আয়োজনে এই খেলার শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু ও আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রুহুল কুদ্দুস।
খেলায় শিক্ষক মিজানুর রহমান গাজীর সভাপতিত্বে এ সময় সম্মানিত অতিথি হিসেবে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও ০৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রার্থী কাজী আলাউদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষক দলের কেন্দ্র কমিটির সদস্য আমিনুর রহমান মিনু,আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার বশির আহমেদ, সাধারণ সম্পাদক শওকত হোসেন,খাজরা ইউনিয়নের সাবেক সভাপতি বোরহান উদ্দিন বুলু, সাধারণ সম্পাদক ইউনুস আলী, বড়দল ইউনিয়নের সাবেক সভাপতি আজাহার হোসেন মন্টু, সাধারণ সম্পাদক বকুল হোসেন প্রমুখ।
উদ্বোধনী খেলায় একদিকে ছিলেন, কালিগঞ্জ উপজেলার পি.ডি.কে. মিতালী সংঘ ফুটবল একাদশ বনাম আশাশুনি উপজেলার পিরোজপুর ইমরান ফুটবল একাদশ।
খেলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও ০৩ আসনের ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দিন বলেন, মাদককে না বলি খেলাকে হা বলি, বর্তমান যুবসমাজ বিভিন্ন গেমে আসক্ত হয়ে যাচ্ছে, তাই বেশি বেশি করে এ ধরনের খেলার আয়োজন করে যুব সমাজকে খেলার মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে হবে।
এ সময় তিনি আরো বলেন বিএনপির উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি করে, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুলসংখ্যক ভোট দিয়ে জয়যুক্ত করুন।
খেলা ১০ মিনিটে কালিগঞ্জ পি.ডি.কে. মিতালী সংঘের আবদুল্লাহ একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যাই। শেষ পর্যন্ত ১-০ গোলে পিরোজপুর ফুটবল একাদশ হারিয়ে কালিগঞ্জ পি.ডি.কে. মিতালী সংঘ জয়লাভ করে। খেলায় হাজার হাজার নারী পুরুষ দর্শক খেলাটি উপভোগ করেন। ভাষ্যকারের দায়িত্ব পালন করেন আশরাফুল ইসলাম ও মফিজুল ইসলাম শারাফাত।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]