নিজস্ব প্রতিবেদক: আশাশুনির আনুলিয়ায় বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও মঙ্গল কামনায় ১৬ প্রহরব্যাপী
শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আনুলিয়া কালীবাড়ী সার্বজনীন দুর্গা/বাসন্তী মন্দির প্রাঙ্গণে দুইদিন ব্যাপী নাম যজ্ঞ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দিরের সভাপতি ও সিনিয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয় শরীয়তপুর পলাশ কুমার দেবনাথ।
আনুলিয়া, চেঁচুয়া, কাকবাসিয়া ও কুইতারবিল গ্রামের ভক্তবৃন্দ আয়োজনে নামামৃত পরিবেশনায় কৃষ্ণ ভক্ত সম্প্রদায় কীর্তনাচার্য্য-বাবু সঞ্জয় গাইন খুলনা,
গোবিন্দ ভক্ত সম্প্রদায় কীর্তনাচার্য্য-বাবু দীপক মৈত্র গোপালগঞ্জ, ভূবন মঙ্গল সম্প্রদায় কীর্তনাচার্য্য-বাবু বনবাসী সরকার। সিরাজগঞ্জ, কৃষ্ণ পূজা সম্প্রদায় কীর্তনাচার্য্য-আরতী রানী মাদারীপুর,জয়রাই সম্প্রদায় কীর্তনাচার্য্য-বাবু বিপুল অধিকারী গোপালগঞ্জ ও নব রাজলক্ষ্মী সম্প্রদায় কীর্তনাচার্য্য-অম্বিকা রানী মন্ডল খুলনা।
এর আগে গত বৃহস্পতিবার নাম সংকীর্তনের শুভ অধিবাস, মঙ্গলঘট স্থাপন ও ভাগবত আলোচনা। শুক্র ও শনিবার। অরুণোদয় থেকে ১৬ প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন। রবিবার কুঞ্জভঙ্গ, নগর পরিভ্রমণ, ভোগারতী ও প্রসাদ বিতরণ। কুঞ্জভঙ্গ ও নগরকীর্তন করেন : আনুলিয়া হরিবাসরীয় সম্প্রদায়। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হরেন্দ্র দেবনাথ ও মন্টু অধিকারী, সাধারণ সম্পাদক চিত্ত দেবনাথ, কোষাধক্ষ্য বাপ্পি দেবনাথ ও হরিদাস অধিকারীসহ এলাকার হাজার হাজার ভক্ত বৃন্দ নাম শ্রবণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]