আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের (১-৪নং ওয়ার্ড) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বিএনপি দীর্ঘদিন আন্দোলন করছে উল্লেখ করে সকলের কাছে সহযোগিতা কামনা করা হয়।
মঙ্গলবার (১৮মার্চ) বিকেলে কাকবসিয়া হাজি মৎস্য সেটের মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার বশির আহমেদ, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন, উপজেলা জামায়াত নেতা আতাউর রহমান প্রমুখ।
এ সময় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও মৎস্য সেটের সকল কাটা মালিকরা উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা জাহিদুর রহমান ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মফিজুল ইসলাম শারাফাত।
দোয়া অনুষ্ঠানের আগে দেশে দ্রুত নির্বাচনের দাবি জানান বক্তারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]