সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ডাকাতদল জানালার গ্রিল ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
রবিবার দিবাগত গতীর রাতে আনুলিয়ার রাজাপুর গ্রামে ওই ঘটনা ঘটে।
বাড়ির মালিক রাজাপুর গ্রামের মৃত আব্দুস সামাদ গাজীর পুত্র আবু সাইদ গাজি জানান, ‘তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে রবিবার রাতে ৩ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে বাড়িতে আসেন। রাত দেড়টার দিকে ৮/১০ জনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ বাক্স থাকা নগদ ৩ লক্ষ ৮০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণ অলংকার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ সময় আতঙ্ক সৃষ্টি করার জন্য দুটি বোমা নিক্ষেপ করে ডাকাত দল।’
খবর পেয়ে আশাশুনি থানার এসআই আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]