আশাশুনির কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের জমি জবর দখল, নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার স্কুল ছুটির পর স্কুল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসী, অভিভাবক, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের অংশগ্রহনে মানববন্ধন চলাকালে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, হাবিবুর রহমান, হেলাল উদ্দিন, আছাফুর রহমান, ইউছুপ আলী প্রমুখ।
বক্তাগণ ও স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পারভীন সুলতানা বলেন, স্কুলের জমি অবৈধ দখল নিয়ে স্কুলের গেটের মুখ জুড়ে দোকান ঘর বেধে গানবাজনাসহ নানা সমস্যা সৃষ্টি, পয়ঃ নিস্কাশনে বাধা ও লোনা পানিতে স্কুল চত্বর নিমজ্জিত করে পরিবেশ বিনষ্ট করা, স্কুলের নাম বঙ্গবন্ধু পরিবর্তন করা, পুনরায় বঙ্গবন্ধু নাম সংযুক্ত করে সরকারি করণের প্রচেষ্টায় বাধা ও ষড়যন্ত্র করা, নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রমের বিরুদ্ধে ও প্রধান শিক্ষককে (ভারপ্রাপ্ত) নিয়ে ষড়যন্ত্র, মিথ্যাচার, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে ষড়যন্ত্রকারীরা।
তাদের চক্রান্তের প্রতিবাদ জানিয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা। বক্তাগণ আরো বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব গ্রহনের পর থেকে স্কুলের ৫ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতি ও পাসের হার খুবই ভাল। যারা স্কুলের বিরুদ্ধে মাঠে নেমেছে তারা স্কুলের জমি অবৈধ দখল বজায় রাখতে, খেলাধুলা বন্ধ রাখা, স্কুলের সুনাম নষ্ট করতে ষগযন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বঙ্গবন্ধুর নামীয় বিদ্যালয়টিকে চক্রান্তকারীদের হাত থেকে রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]