আশাশুনির কাটাখালী জলমহলের দায়িত্ব অর্পন করার পর নানা ষড়যন্ত্র করার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ন্যায় বিচার দাবী করে হাজী ইসমাইল সরদার আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে খাজরা ইউনিয়নের পিরোজপুর উত্তর পাড়া সমবায় সমিতি লিঃ এর সম্পাদক সুবোধ মন্ডল একই গ্রামের মৃত মুন্সি ওমর আলী সরদারের পুত্র হাজী ইসমাইল সরদারের নিকট জলমহলে মৎস্য চাষ, রক্ষনাবেক্ষন ও মাছ ক্রয় বিক্রয় করিবে মর্মে ডেমি ও সমিতির প্যাডে দুই বছরের জন্য দায়িত্ব অর্পন করেন। আরও জানাগেছে কাটাখালী-১ খাল জলমহলের পিরোজপুর মৌজার ৪২৫দাগে ১.৯৬একর ও দূর্গাপুর মৌজার ১৩৫দাগে ১.৭৭একর সহ মোট ৩.৭৩ একর জলমহলের মধ্যে হতে দক্ষিন দিকে গোড়ার খন্ড দ্ইু একর জলমহলের বাৎসরিব হারী ৫০হাজার টাকা হারে ১৪২৮সনের ১লা বৈশাখ থেকে ১৪২৯সনের ৩০ চৈত্র দুই বছরে একলক্ষ টাকা হাজি ইসমাইল সরদার সমিতির সম্পাদক সুবোধ মন্ডলকে তিনজন স্বাক্ষীর সম্মুখে নগদ টাকা প্রদান করেন। ১১মাস শান্তি পূর্নভাবে জলমহলে মৎস্য চাষ করার পর সুবোধ মন্ডল এখন বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে।
এ ব্যাপারে ন্যায় বিচার দাবী করে হাজী ইসমাইল সরদার আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]