আশাশুনির কাদাকাটি ইউনিয়ন আওয়ামী মৎস্যজীব লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার উপজেলা মৎস্যজীবীি লীগের সভাপতি হাবিবুর রহমান, সেক্রেটারী বিকাশ চন্দ্র মন্ডল ও সিনিয়র সহ-সভাপতি নাজমুস সাকিব লিটন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
আব্দুস সোবহান সরদার সভাপতি, স্বপন কুমার গাইন সহ-সভাপতি, গোপাল চন্দ্র সানা সাধারণ সম্পাদক, অসীম কুমার মন্ডল যুগ্ম-সাধারণ সম্পাদক, রবীন্দ্র নাথ সানা সাংগঠনিক সম্পাদক, পলাশ সরকার প্রচার সম্পাদক, মিলন কুমার মন্ডল অর্থ বিষয়ক, মিজানুর রহমান সরদার দপ্তর সম্পাদক, অন্তর সরকার তথ্য বিষয়ক সম্পাদক, চন্দন কুমার গাইন ক্রীড়া সম্পাদক, সন্তোষ সরকার সমাজসেবা বিষয়ক সম্পাদক, প্রেম সানা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, কৃষ্ণপদ বিশ^াস মুক্তিযোদ্ধা বিষয়ক, কিশোরী মন্ডল ধর্ম বিষয়ক, তারাপদ সরকার আইন বিষয়ক, বিশ্বজিত মন্ডল সাংস্কৃতিক বিষয়ক, রামপ্রসাদ সরকার ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক, রোকেয়া বেগম মহিলা বিষয়ক সম্পাদক ও জাবারুল ইসলামকে সদস্য করে ৩১ সদস্য বিশিষ্ট কাদাকাটি ইউনিয়ন মৎস্যজীবী লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শিশু সুরক্ষা বিষয়ক কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত
আশাশুনি উপজেলার শ্রীউলায় সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজ কর্মীদের গুরুত্ব বিষয়ক কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশ টায় শ্রীউলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ ডায়ালগ অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন ও কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের অংশ গ্রহনে ইউনিয়ন সমাজকর্মী মৃণাল কান্তি স্বর্নকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফিল্ড অফিসার শাহীনুর ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, ইউপি সচিব খায়রুল ইসলাম, প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রাজেন্দ্র নাথ স্বর্ণকার ও শিক্ষার্থী মেঘা সরকার। ‘আমি সমাজকর্মী, পরিবার ও শিশুর সুরক্ষায় সবসময় রয়েছি আমি’ Ñপ্রতিপাদ্যকে সামনে রেখে বক্তাগণ আলোচনা রাখেন।
দরগাহপুরে বীর মুক্তিযোদ্ধা আমজেদ আলী আর নেই
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী গাজী (৭৩) ইন্তেকাল করেছেন। দক্ষিণ দরগাহপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী স্ট্রোকে আক্রান্ত হয়ে সোমবার দুপুর দুই টার দিকে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)। মঙ্গলবার বাদ জোহর মরহুমের নামাজে জানাযা ও সরকারী ভাবে গার্ড অব অনার প্রদান করা হবে বলে জানাগেছে। মৃতকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ৩ ছেলে রেখে যান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]