সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যায় গ্যাস ট্যাবলেট খেয়ে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
গৃহবধুর নাম তাসলিমা খাতুন (২৫)। তিনি উপজেলার কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ইসমাইল সরদারের স্ত্রী ও কুল্যা গ্রামের মুনসুর সরদারের মেয়ে।
বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে তার মৃত্যু হয় এবং শুক্রবার (১৪ জুন) ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।
মৃত তাসলিমার পিতা জানান, বৃহস্পতিবার তাসলিমা শ্বশুর বাড়ি থেকে বুধহাটা বাজারে আসে এবং সেখান থেকে কয়েকটা গ্যাস ট্যাবলেট কিনে খায়। পরবর্তী পেটের ব্যাথা শুরু হলে বাহাদুরপুর শ্বশুরবাড়ি গিয়ে ছটফট করতে থাকে। সেখান থেকে তাকে প্রথমে চিকিৎসকের কাছে ও পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নিযে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
তিনি আরো জানান, তার পেটে ৮ মাসের একটি সন্তান ছিল। শুক্রবার ময়নাতদন্ত শেষে পুলিশ পরিবারের নিকট লাশ হস্তান্তর করলে শ্বশুরবাড়ি বাহাদুরপুর গ্রামে পারিবারিক কবরস্থানর তাকে দাফন করা হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার জানান, প্রাথমিকভাবে আমরা সুরতহাল রিপোর্ট শেষ করে লাশ ময়না তদন্তের জন্য পাঠাই। ময়না তদন্ত শেষে আজ শুক্রবার তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]