আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে সরকারি রাস্তার গাছ কর্তণ করা হলে সহকারী কমিশনার (ভ‚মি) হস্তক্ষেপে জব্দ করা হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মাদারবাড়িয়া গ্রামের মৃত ছোবহান ঢালীর ছেলে আবুল কাশেম ঢালী তার বাড়ি সংলগ্ন সরকারি রাস্তার স্লোবের শিশু গাছ বিক্রি করেন গুনাকরকাটি গ্রামের মৃত সোনা মোল্যার ছেলে এবাদুল মোল্যার কাছে। যার আনুমানিক মুল্য ২০ হাজার টাকা হলেও ক্রেতা এবাদুল মোল্যা মাত্র ৭ হাজার টাকায় গাছটি ক্রয় করেন বলে জানান। সোমবার থেকে গাছ কাটতে শুরু করেন। বুধবার সম্পুর্ণ অংশ কাটা শেষ হলে ট্রলিতে ডাল পালা উঠিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়।
বিষয়টি সহকারি কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুসকে জানানো হলে তিনি বুধহাটা ইউনিয়ন ভ‚মি অফিসের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোকাররম হোসেনকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। ভূমি অফিসের লোকজন ঘটনাস্থানে পৌছে কর্তনকৃত গাছ ভুমি অফিসে নেওয়ার ব্যবস্থা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]