আশাশুনি ব্যুরো : আশাশুনি সদর ইউনিয়নের কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেনির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সহকারী শিক্ষক সমিতোষ কুমারের পরিচালনায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও ২০২৪ সালের বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদেরকে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে দশম শ্রেণীর ছাত্রী ফারিয়া ও গীতাপাঠ করে পিয়া সরকার।
প্রধান শিক্ষক দুখীরাম ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী জিএম আল ফারুক, বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অশোক কুমার মন্ডল, অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, বিধান চন্দ্র মন্ডল, আব্দুল হক, নৃপেন্দ্র নাথ সরদার, শিক্ষক মোসলেম আলী, শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য মিরান মুকুল, আনিসুর রহমান গাজী, খাইরুল ইসলাম, মইনুর ইসলাম, মনিরা খাতুন, বিদায়ী ছাত্রছাত্রীদের মধ্যে সমিরন মন্ডল, নাজিম সানা প্রমুখ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ বছর বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন, বাণিজ্য বিভাগ থেকে ১৫ জন ও মানবিক বিভাগ থেকে ৩৬ জনসহ মোট ৬০ জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
সবশেষে পরীক্ষার্থীদের মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল হক।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]