আশাশুনির খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মারপিটের ঘটনা ঘটেছে। এব্যাপারে ইসরাফিল সরদারের পুত্র আমিরুল ইসলাম বাদী হয়ে ৬ জনকে আসামী করে আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, একই গ্রামের আব্দুল মাজেদ সানার পুত্র মোস্তাফিজুর রহমান গংদের সঙ্গে পিরোজপুর মৌজার ৭৫ শতক জমি নিয়ে আমিরুল ইসলামের বিরোধ চলে আসছে। ইতিপূর্বে আমিরুল ইসলাম গংরা স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাপজরিপ করে ভিটাবাড়ী ও পুকুরের সীমানা নির্ধারন পূর্বক ভোগ দখল করে আসছে। উক্ত সম্পত্তি নিয়ে মোস্তাফিজুর রহমান গংরা, সাতক্ষীরা ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যালে এল,এস-২৩১/২২নং মামলা দায়ের করেন।
মামলাটি আদালতে চলমান থাকা অবস্থায় সোমবার সকালে মোস্তাফিজুর রহমান গংরা বেআইনী জনতাবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমিরুল ইসলামের ভোগ দখলীয় ভিটা-বাড়ী ও পুকুরের সীমানায় অনধিকার প্রবেশ করে সীমানার খুটি উপড়াইয়া ফেলে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করে।
আমিরুল গংরা বাঁধা দিতে গেলে মোস্তাফিজুর রহমান গংরা আমিরুল, আমিরুলের স্ত্রী মাহবুবা খাতুন ও ভাবী বেগম খাতুনকে এলোপাতাড়ী মারপিট করে ফোলা জখম করে। তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে। এব্যাপারে ন্যায় বিচার পেতে আমিরুল ইসলাম বাদী হয়ে আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]