আশাশুনির খাজরা ইউপি চেয়ারম্যান ও আ’লীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম নির্বাচনী মতবিনিময় সভা করেছেন।
শনিবার বিকালে ইউনিয়নের গদাইপুর গ্রামে চেয়ারম্যানের বাসভবন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ৭ ও ৮ নং ওয়ার্ডের কর্মী সমর্থক ও গন্যমান্য ব্যক্তিদের অংশ গ্রহনে সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য খোকন খাঁ।
প্রধান অতিথির বক্তব্যে শাহ নেওয়াজ ডালিম বলেন, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক, নৌকা গণমানুষের প্রতীক। আমাকে পরপর দু’বার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছেন। জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসাবে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করেছেন। আপনাদেরকে সব সময় নিজের প্রাণের মানুষ হিসাবে দেখে এসেছি। খাজরা ইউনিয়নকে নৌকা ঘাটিতে পরিণত করতে আপনারা মনেপ্রাণে কাজ করে এসেছেন। এবারও আপনারা যেভাবে এগিয়ে আসছেন তাতে আমার বিশ্বাস নৌকা ১০ সহ¯্রাধিক বেশী ভোট পেয়ে বিজয়ী হবে ইনশাল্লাহ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক সঞ্জীব ঢালী, ধীরাজ সানা, মেম্বর হোসেন আলী, মেম্বার প্রার্থী আঃ লতিফ, মেম্বার প্রার্থী খায়রুল ইসলাম, চিত্তরঞ্জন সানা, মাখন লাল ব্যানার্জী প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]