আশাশুনির খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ শাহ নেওয়াজ ডালিম পবিত্র ওমরা পালনে মক্কায় গমন করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
খাজরা ইউপির প্যানেল চেয়ারম্যান ও চেউটিয়া মাদরাসার সভাপতি সাইফুল ইসলাম বাচ্চুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয়।
দায়িত্ব পালনকালে সাইফুল ইসলাম বাচ্চু সকলের সহযোগিতা কামনা করেছেন।
বাংলা নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষে আশাশুনিতে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। ১৪ এপ্রিল সকাল ৯.৩০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রার মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে নানা পোষাকে সজ্জিত সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, থানার সেকেন্ড অফিসার এসআই আবু হানিফ, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আঃ রকিব, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা খাতুন, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এম এম সাহেব আলি, অবঃ প্রধান শিক্ষক কামরুন নাহার কচি প্রমুখ। ‘নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা শেষে সংগীত শিল্পী মুন্নাহার পারভিন, সেলিনা আক্তার, উচ্চাঙ্গ সঙ্গীতে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী প্রিয় মল্লিক, অমৃতা সরকার, বিশাখা মন্ডল, আঞ্জুমান আরা প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন। অপর দিকে, আশাশুনি বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে অনুরূপ বাংলা নববর্ষ পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক সেকেন্দার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় স্কুলের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দরগাহপুর চেয়ারম্যানের পিতার দাফন সম্পন্ন
আশাশুনি উপজেলা দরগাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মিরাজ আলীল পিতা শেখ আব্দুস সাত্তার (৯৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলায়হি রাজেউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ৭ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার জুম্মা নামাজ বাদ দরগাহপুর কলেজিয়েট স্কুল ময়দানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুব হক ডাবলু, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, প্রতাপনগর ইউপির সাবেক চেয়াম্যান শেখ জাকির হোসেন, খেশরার সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকাত হোসেন, যুবলীগের উপজেলা সাধারণ সম্পাদক মহিতুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সাহেব আলী, পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, দরগাহপুর প্রেসক্লাবের সভাপতি শেখ হিজবুল্লাহ, আশাশুনি প্রেসক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, সদস্য শেখ ইয়াছির আরাফাতসহ বিভিন্ন এলাকার মেম্বর ও গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ পরিচালনা করেন মরহুমের বড় পুত্রের সন্তান হাফেজ শেখ শাকিল। এসময় চেয়ারম্যান শেখ মিরাজ আলী সহ অনেকে মরহুমের ব্যক্তি জীবনের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে সমাহিত করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]